পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির
গণমাধ্যমকে তিনি নিজেই তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির পদত্যাগ করেছেন। আজ (৮ আগস্ট) তিনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন।
মুনির গণমাধ্যমকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমি আজ আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।"
এর আগে, গতকাল (৭ আগস্ট) অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং আরেকজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোর্শেদ পদত্যাগ করেন।
আজ পর্যন্ত তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের মধ্যে দুজন তাদের পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।