গাজীপুর জেলা কারাগারে বন্দিদের বিদ্রোহ, ৩ কারারক্ষীসহ আহত ১৬
গাজীপুর জেলা কারাগারে থাকা মাদক ও হত্যা মামলার আসামিরা মুক্তির জন্য বিদ্রোহ করেছে। এতে কারাগারের ভিতরে ও বাইরে থমথমে পরিবেশ বিরাজ করছে।
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১১ টার দিকে কারাগারের মধ্যে বিদ্রোহ শুরু হয়। বন্দি বিদ্রোহে ৩ কারারক্ষীসহ ১৬ জন আহত হয়েছেন। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারাগারে অবস্থান করছেন সেনাবাহিনীর সদস্যরা।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, জয়দেবপুর-ঢাকা সড়কের পাশেই গাজীপুর জেলা কারাগারের অবস্থান। গত কয়েকদিন দেশের বিভিন্ন কারাগারে বন্দি বিক্ষোভের খবর গাজীপুর জেলা কারাগারে বন্দিরা জানতে পারেন। ছাত্র ও রাজনৈতিক মামলার আসামিদের মুক্তির খবর শুনে সেখানে থাকা মাদক ও হত্যা মামলার আসামিরা মুক্তির দাবিতে আজ সকাল ১১ টা থেকে বিক্ষোভ শুরু করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাবার বুলেট ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
গাজীপুর জেলা কারাগারের চিকিৎসক ডা. মাকসুদা বলেন, "কারাগারে বন্দিরা বিদ্রোহ করে। এতে ১৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে কেউ মাথায়, কেউ চোখ, কেউবা পায়ে আঘাত পেয়েছেন। আহতদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ জন বন্দি ও ৩ জন কারারক্ষী।"