দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হবে: সালেহ উদ্দিন
নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ শুক্রবার (৯ আগস্ট) বলেছেন, বিদ্যমান বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হবে।
তিনি বলেন, 'আমাদের ব্যবসার গতি ও কার্যক্রম ধীর হয়ে পড়েছে এবং অর্থনীতিতে; বিশেষ করে ব্যাংকিং ও আর্থিক খাতে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। আমাদের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হবে।'
প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মন্ত্রণালয় বরাদ্দ শেষে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন সাংবাদিকদের এসব তথ্য জানান।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অগ্রাধিকার দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করা উল্লেখ করে তিনি জানান, সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার কারণে দেশবাসীর জীবন ও জীবিকার উপর যে প্রভাব পড়েছে তা কাটিয়ে উঠতে তারা জোরালো পদক্ষেপ নেবেন।
এই উপদেষ্টা ব্যাংকিং খাত ও আর্থিক খাতের পাশাপাশি পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনারও প্রত্যয় ব্যক্ত করেন।