‘বাংলাদেশ পুনর্গঠন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার’: নাহিদ ইসলাম
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম আজ শুক্রবার (৯ আগস্ট) বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে পুনর্গঠনের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের মন্ত্রণালয় বরাদ্দ দেওয়ার পর নাহিদ সাংবাদিকদের বলেন, 'গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। এই সরকারের প্রতি মানুষের আস্থা আছে। আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে বাংলাদেশ পুনর্গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছি এবং স্বপ্ন আমরা দেখিয়েছি তা দ্রুত বাস্তবায়ন করা।'
এছাড়াও অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, 'রাজপথে শিক্ষার্থীদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা সমাজ সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠনের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়তে সচেষ্ট থাকব।'
তিনি আরও বলেন, 'আমরা শিক্ষার্থী ও জনগণের দাবি পূর্ণাঙ্গ বাস্তবায়নে কাজ করব।'
নাহিদ এবং আসিফ ছিলেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কদের মধ্যে অন্যতম।
এর আগে নবগঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ উপদেষ্টা আজ সকালে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
গতকাল নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন।ছাত্র নেতৃত্বাধীন গণআন্দোলনে আ.লীগ সরকারের পতনের তিনদিন পর তিনি দায়িত্ব গ্রহণ করেন।