প্রধান বিচারপতির পর পদত্যাগ করলেন আপিল বিভাগের ৫ বিচারপতি
প্রধান বিচারপতির পদ থেকে ওবায়দুল হাসানের পদত্যাগের পর আপিল বিভাগের আরো পাঁচ বিচারপতি পদত্যাগ করেছেন। তারা হলেন- বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।
আজ শনিবার বিকেলে তাদের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির বরাবর পাঠানো হয়েছে বলে আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সুপ্রিম কোর্ট সুত্র জানিয়েছে, বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কাশেফা হোসেন আজ বিকেল ৪টা নাগাদ মন্ত্রণালয়ের মাধ্যমে পতদ্যাগপত্র পাঠানোর কিছু পর বাকি তিনজনও তাদের পতদ্যাগপত্র রাষ্ট্রপতি বরাবর পাঠিয়েছেন।
এর আগে আজ দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন। এ সময় আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়।
আজ প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর ১টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বেলা ১১টায় হাইকোর্ট চত্বরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ আল্টিমেটাম দেন। দাবি আদায়ে সুপ্রিম কোর্ট ঘেরাও করেন শিক্ষার্থীরা। তাদের আল্টিমেটামের পর প্রধান বিচারপতি পদত্যাগ করেন।