চলতি সপ্তাহে নগদ ২ লাখ টাকার বেশি ব্যাংক থেকে তোলা যাবে না
ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার (১১ আগস্ট) থেকে পুরো সপ্তাহজুড়ে একজন গ্রাহক এক হিসাব থেকে দুই লাখ টাকার বেশি তুলতে পারবেন না।
শনিবার (১০ আগস্ট) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেয়া হয়। বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের এ সর্বোচ্চ সীমা বেধে দেয়া হয়েছে।
নির্দেশনা বলা হয়, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে। এজন্য এক হিসাব থেকে দুই লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ নগদ অর্থ স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করা যাবে।
এছাড়া, চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার করা ও সন্দেহজনক লেনদেন বন্ধ করারও নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার গ্রাহকদের জন্য এক লাখ টাকা উত্তোলনের সীমা বেধে দেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে ওই নির্দেশনা শুধু একদিন অর্থাৎ বৃহস্পতিবারে জন্যই বলবৎ ছিল। কিন্তু দুই লাখ টাকার বেশি উত্তোলন না করার এ নির্দেশনা পুরো সপ্তাহ জুড়েই বহাল থাকছে।
জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ১ লাখ টাকার বেশি উত্তোলনে নিষেধাজ্ঞা দেয় কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, দেশে নতুন সরকার এসেছে। তবে এখনও পর্যাপ্ত পুলিশ নেই। কেউ যাতে নগদ টাকা নিয়ে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্য নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত।