চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের হওয়ার সময় পিস্তলসহ শিক্ষার্থী ধরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হল থেকে বের হওয়ার সময় পিস্তলসহ এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তার নাম দাউদ সালমান। তার ভাষ্যমতে- তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আজ রোববার (১১ আগস্ট) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের সামনে থেকে শিক্ষার্থীরা পিস্তলসহ তাকে আটক করেন।
শিক্ষার্থীরা জানান, তার কাছে কিছু গাঁজাও পাওয়া গেছে। এছাড়াও সায়েদ ফুল মধু নামে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর কিছু মার্কশিটও পাওয়া গেছে। ওই শিক্ষার্থী হলের ৪১৫ নম্বর কক্ষ থেকে এসব নিয়ে বের হন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ইবরাহীম রনি বলেন, ওই ছেলে সার্টিফিকেট ও মার্কশিট নেওয়ার কথা বলে হলে প্রবেশের জন্য আমাকে ফোন দেয়। আমি তাকে অপেক্ষা করতে বলি। কিন্তু সে কথা না শুনে জোর করে হলে প্রবেশ করে। এরপর সে যখন তার জিনিসপত্র নিয়ে বের হয়, তখন তার কাছে থাকা জিনিসপত্র তল্লাশি করে লোড করা পিস্তলসহ কিছু গাঁজা উদ্ধার করি।
ইব্রাহিম আরো বলেন, আমরা তাকে আটক করার সময় সে আমাদের ওপর হামলার চেষ্টা করেছে। আমরা কেউ আইন নিজের হাতে তুলে নেব না। আমরা সেনাবাহিনীকে খবর দিয়েছি। উনারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।