এনবিআর চেয়ারম্যানকে অপসারণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিয়ার) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীমকে অপসারণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন প্রতিষ্ঠানটির নন-ক্যাডার কর্মকর্তা ও তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীদের একটি অংশ।
আজ সোমবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সামনে এক মানববন্ধন থেকে এই দাবি তোলা হয়। অন্যথায় কর্মবিরতি পালনের হুঁশিয়ারিও দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাক্সেস অ্যাসােসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম আকাশ গণমাধ্যমের সামনে তাদের দীর্ঘদিন ধরে প্রমোশন না হওয়াসহ বিভিন্ন বঞ্চনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, "আগামী ২৪ ঘণ্টার মধ্যে চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। নাহলে দেশের কাস্টমস ভ্যাট ও আয়কর অফিসগুলোতে লাগাতার কর্মবিরতি পালন করা হবে।"
একই দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তিনি।