মানবাধিকার লঙ্ঘন, বিদেশি ও তাদের বিনিয়োগের নিরাপত্তা নিয়ে কূটনীতিকরা উদ্বিগ্ন: উপদেষ্টা তৌহিদ
বাংলাদেশে কর্মরত কূটনীতিকেরা মানবাধিকার লঙ্ঘন, বিদেশিদের নিরাপত্তা এবং দেশে বিদেশি বিনিয়োগের বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার (১২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের সঙ্গে ব্রিফিং শেষে তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, 'মানবাধিকার কূটনীতিকদের অন্যতম উদ্বেগের বিষয়। আমরা বলেছি, মানবাধিকার সমুন্নত রাখতে বৈষম্য দূর করতে কাজ করছি।'
কূটনীতিকেরা তাদের পরিবার ও বাসস্থানের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
উপদেষ্টা বলেন, তিনি তাদের আশ্বস্ত করেছেন যে, স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে আলোচনা করে কয়েক দিনের মধ্যে নিরাপত্তা জোরদার করা হবে।
দেশে বিদেশি বিনিয়োগের বিষয়ে তিনি বলেন, 'আমরা তাদেরকে বলেছি, তারা যেন হতাশ না হন। বিদেশিদের বিনিয়োগ যাতে সুরক্ষিত থাকে সেজন্য নিরাপত্তা নিশ্চিত করা হবে।'
তিনি আরও বলেন, কূটনীতিকেরা রোহিঙ্গা এবং দেশে থাকা বিদেশি শিক্ষার্থীদের বিষয়েও কথা বলেছেন।
ব্রিফিং শেষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, 'রাজনৈতিক পরিবর্তনের বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা আমাদের নীতি নয়।
'আমরা বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার গঠনকে স্বাগত জানাই। আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে এবং আমাদের কৌশলগত সম্পর্কের পরিধি বাড়াতে চাই।'
ব্রিফিংয়ে বিভিন্ন দেশের মোট ৬৫ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।