প্রায় সব থানার কার্যক্রম শুরু হয়েছে: পুলিশ সদর দপ্তর
সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত ও প্রয়োজনীয় জিনিসপত্র পুরোপুরি নষ্ট হয়ে গেছে – এমন থানাগুলো বাদে দেশের প্রায় সব থানায় পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১২ আগস্ট) সারাদেশে ৬৩৯টি থানার মধ্যে ৬২৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।
এর মধ্যে মেট্রোপলিটন শহরগুলোতে ১১০টি থানার মধ্যে ১০৮টি, এবং অন্যান্য জেলাগুলোর ৫২৯টি থানার মধ্যে ৫২০টি থানায় কার্যক্রম শুরু হয়েছে।
বাকি ১১টি থানার কার্যক্রম আগামী ২-৩ দিনের মধ্যে শুরু করা সম্ভব হবে বলেও সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সময় সারাদেশে থানাগুলোতে হামলা হওয়ায় অধিকাংশ থানার কার্যক্রম বন্ধ ছিল।