কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তায় মাঠে নেমেছে ট্যুরিস্ট পুলিশ
৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের পর্যটন খাত। দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান কক্সবাজারের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। তাই আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে ট্যুরিস্ট পুলিশ।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মো. মনজুর মোর্শেদ ট্যুরিস্ট পুলিশ মাঠে থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, "দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক। কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকরা নিরাপদে তাদের ভ্রমণ শেষ করতে পারবেন।"
মঙ্গলবার বিকেল ৪ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে পর্যটকদের ফুল দিয়ে বরণ করতে দেখা গেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সদস্যদের।
কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার বলেন, "পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আগের মত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি মোবাইল ডিউটি বা গাড়ির মাধ্যমে আবারো টহল শুরু করা হয়েছে। ঝাউবাগান থেকে শুরু করে যেসব জায়গায় চুরি-ছিনতাই সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সম্ভবনা রয়েছে, সেসব জায়গা আগের মত নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি হোটেল-মোটেল জোন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া পর্যটন সংশ্লিষ্ট যেসব হোটেল-মোটেল ব্যবসায়ী রয়েছে, তারাও পর্যটকদের সেবা প্রদানে প্রস্তুত রয়েছে।"
তিনি জানিয়েছেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে টুরিস্ট পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও সাথে রয়েছে। সেনাবাহিনী পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সহযোগিতা করছে।
সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা যাবে বলে মনে করেন পুলিশ সুপার মো. মনজুর মোর্শেদ।
কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার জানিয়েছেন, পর্যটকরা কক্সবাজার ভ্রমণে নিরাপদ বোধ করছেন। ট্যুরিস্ট পুলিশ সহ সংশ্লিষ্টরা নিরাপদ পরিস্থিতি তৈরি করতে মাঠে রয়েছে। এ ব্যাপারে ব্যবসায়ীদের সাথে সেনা কর্মকর্তাদেরও বৈঠকও হয়েছে।