নতুন করে উপদেষ্টা হচ্ছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার ও ফাওজুল কবির খান
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টার সংখ্যা আরও বাড়ছে। আগামীকাল শুক্রবার নতুন কয়েকজন উপদেষ্টা শপথ নেবেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাষ্ট্রপতির কার্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা শপথ নেবেন।
জানা গেছে, বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ ও সাবেক বিদ্যুৎ সচিব ফাওজুল কবির খান নতুন উপদেষ্টা হিসেবে যুক্ত হতে পারেন। এছাড়া সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারও উপদেষ্টা হিসেবে শপথ নেবেন।
আলী ইমাম মজুমদার ইতোমধ্যে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন।
এছাড়া একজন সাবেক সেনা কর্মকর্তা এবং ব্যবসায়ীদের সংগঠন এমসিসিআইয়ের একজন সাবেক সভাপতিও উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেন বলে জানা গেছে।
এর আগে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে পতন ঘটে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের। ওইদিন শেখ হাসিনা ভারত পালিয়ে যান।
এরপর রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন।
তারপর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা এবং আরও ১৬ জনকে উপদেষ্টা করে করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এসব উপদেষ্টার মধ্যে ইতোমধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে।
উপদেষ্টাদের মধ্যে ড. সালেহ উদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য উপদেষ্টাদের সকলকে একটি করে মন্ত্রণালয় দেওয়া হয়েছে। আর প্রধান উপদেষ্টার অধীনে রয়েছে ২৪টি মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবারের নতুন উপদেষ্টাদের শপথ উপলক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি যানবাহন অধিদপ্তরকে পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, খাদ্য, কৃষি, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাণিজ্য এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে আলাদা করে দায়িত্ব দেওয়া হতে পারে।