কোটা সংস্কার আন্দোলনে আহতদের চিকিৎসার খরচ বহন করবে সরকার
কোটা সংস্কার আন্দোলনে আহত ও সরকারি হাসপাতালে চিকিৎসাধীন সকলের চিকিৎসার পুরো খরচ সরকার বহন করবে।
যারা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, সরকার সেসব বেসরকারি হাসপাতালকে অনুরোধ করেছে ফি মওকুফ করে দিতে অথবা সেটা সম্ভব না হলে ন্যূনতম ফি রাখার ব্যাপারে ব্যবস্থা নিতে।
গতকাল (১৫ আগস্ট) এই বিষয়ে নির্দেশনা প্রদান করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য পরিষেবা বিভাগ থেকে ইতোমধ্যেই ফি মওকুফ করা ও কমিয়ে আনা বেসরকারি হাসপাতালগুলোকে ধন্যবাদ জানানো হয়েছে।