পদত্যাগ করলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল পদত্যাগ করেছেন। আজ শনিবার (১৭ আগস্ট) ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের জানুয়ারিতে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদকে প্রক্টর হিসেবে দায়িত্ব দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর গত মার্চে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল।
এর আগে গত ৮ আগস্ট পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।