ঢাকায় শেখ হাসিনাসহ ১৪৮ জনের বিরুদ্ধে আরেকটি হত্যামামলা
আজ সোমবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসানের আদালতে নিহতের ভাই মিলন মামলাটি দায়ের করেন।
রাজধানীর মিরপুরে শিক্ষার্থীদের সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৭ জনের বিরুদ্ধে নতুন আরেকটি হত্যামামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসানের আদালতে নিহতের ভাই মিলন মামলাটি দায়ের করেন।
নিহতের নাম লিটন হাসান লালু ওরফে হাসান।
শুনানি শেষে আদালত বাদীর মামলা গ্রহণ করে মিরপুর মডেল থানাকে চার্জশিট রেকর্ড করার নির্দেশ দেন।
বাদীর আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।