খুলনায় শেখ হাসিনার গেস্ট হাউজে ভাঙচুর
খুলনার দিঘলিয়া উপজেলার ভৈরব নদের তীরে অবস্থিত শেখ হাসিনার গেস্ট হাউজ ভাঙচুর করেছে বিক্ষুব্ধ লোকজন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিক্ষোভ মিছিলসহ লোকজন জমায়েত হয়ে ভাঙচুর শুরু করে। রাত সাড়ে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ভাঙচুর চলছিল।
শেখ মুজিবুর রহমানের স্ত্রী বেগম ফজিলাতুন নেছা মুজিবের নামে দিঘলিয়ায় চার বিঘা জমির ওপর নির্মিত গেস্ট হাউজটি পাকিস্তান আমলে কেনা সম্পত্তির অংশ।
সেখানে একটি বিশাল গোডাউনও রয়েছে, যা 'শেখ হাসিনার গোডাউন' নামে পরিচিত।
সর্বশেষ ২০২৩ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এখানে এসেছিলেন।