১৬ বছর পর অবমুক্ত হলো খালেদা জিয়ার ব্যাংক হিসাব
২০০৮ সালে জব্দ হওয়ার ১৬ বছর পর খুলে দেওয়া হলো বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যংক হিসাব।
সোমবার (১৯ আগস্ট) ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ'র (এনবিআর) এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) খালেদা জিয়ার জব্দ থাকা আটটি ব্যাংক হিসাব খুলে দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সিআইসি'র একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে বলেন, 'সোমবার (১৯ আগস্ট) খালেদা জিয়ার জব্দ থাকা ব্যাংক হিসাব অবমুক্ত করে দেওয়া হয়েছে।'
তবে ওই অ্যাকাউন্টে কত টাকা আছে, তা তিনি জানাতে পারেন নি।
২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে খালেদা জিয়া ও শেখ হাসিনা –উভয়ের ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরবর্তীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার ব্যাংক হিসাব এনবিআর অবমুক্ত করে দিলেও খালেদা জিয়ার হিসাব খুলে দেওয়া হয়নি।
এ নিয়ে বিএনপি'র পক্ষ থেকে বেশ কয়েকবার আবেদন ও দাবি জানানো হলেও তা গ্রাহ্য করেনি এনবিআর।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দুই সপ্তাহের মাথায় অবমুক্ত করা হলো খালেদা জিয়ার ব্যাংক হিসাব।