টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, আগামী ৪৮ ঘণ্টা অতিভারী বৃষ্টির পূর্বাভাস
মৌসুমি বায়ুর প্রভাবে টানা ও ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রভাবে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। শহরের নিম্নাঞ্চল ও অলিগলিতে পানি উঠেছে।
আজ (২০ আগস্ট) সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসময় পাহাড় ধসের সম্ভবনা রয়েছে বলেও জানানো হয়েছে।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাঈল ভূইয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "মঙ্গলবার ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসময় উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। পাহাড় ধসের সতর্কতাও জারি করা হয়েছে।"
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা নৌ কমান্ডার লতিফুল হক কাজমী টিবিএসকে বলেন, "নগরীর ড্রেনগুলো পরিষ্কার করা হয়েছে। মাঠে এখনো টিম কাজ করছে। পানি উঠছে, তা আবার নেমে যাচ্ছে। যে পরিমাণ বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল হচ্ছে, পানি নিষ্কাশন না হলে ডুবে যেত। কোথাও পানি আটকে থাকার তথ্য পেলেই সিটি করপোরেশনে পরিচ্ছন্নতা বিভাগের দল ময়লা বা বর্জ্য অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন।"
এদিকে নগরীর অনেকগুলো পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি থাকায় টানা ও ভারী বৃষ্টিপাতের মধ্যে পাহাড় ধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান টিবিএসকে বলেন, "গত তিন দিন যাবত জেলা প্রশাসন পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি সরাতে কাজ করছে। আজকেও মাইকিং করা হচ্ছে। এছাড়া উপকূলীয় এলাকার ইউএনওরাও কাজ করছেন।"