বন্যা কবলিত মানুষদের জন্য ফ্রি মিনিট-ইন্টারনেটের ঘোষণা মোবাইল অপারেটরদের
টানা বৃষ্টি ও ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে এসব এলাকার মানুষের জন্য ফ্রি টকটাইম ও ইন্টারনেট সুবিধার কথা ঘোষণা দিয়েছে দেশের বিভিন্ন অপারেটর।
এক্ষেত্রে গতকাল (বুধবার) দিবাগত রাতে দেশের ৪টি অপারেটর কোম্পানির (গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল) পক্ষ থেকেই এমন ঘোষণা দেওয়া হয়েছে।
এক্ষেত্রে গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বন্যাকবলিত এলাকায় সবার যোগাযোগ রক্ষায় ১০ মিনিট ও ৫০০ এমবি ফ্রি দেওয়া হয়েছে। মেয়াদ দেওয়া হয়েছে ৩ দিন। এটি পাওয়ার জন্য গ্রামীণফোন গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৫০৫০#।
এই উদ্যোগ সম্পর্কে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শরফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, "সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা বিনামূল্যে মিনিট ও ইন্টারনেট অফার করছি। বরাবরের মতোই গ্রামীণফোন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বন্যাকবলিত এলাকায় নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিতে আমাদের দলগুলো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।"
এদিকে বাংলালিংক একই ধরণের সুযোগ দিচ্ছে। বন্যাকবলিত এলাকার নির্দিষ্ট গ্রাহকদের জন্য কোম্পানিটি ৩ দিন মেয়াদে ১০ মিনিট ও ৫০০ এমবি পাবেন। সেজন্য বাংলালিংক গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৯০০*৩#।
আর অপারেটর রবি ৩ দিন মেয়াদে ফ্রি দিয়েছে ২০ মিনিট ও ২৫০ এমবি ইন্টারনেট। সেজন্য গ্রাহকদের ডায়াল করতে হবে *২১২*১#।
'বন্যায় কবলিত বন্ধুদের পাশে আছি সবসময়' এমন ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা লিমিটেডের ব্র্যান্ড এয়ারটেল। তারাও ৩ দিন মেয়াদে বিনামূল্যে ২০ মিনিট ও ২৫০ এমবি ইন্টারনেট সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে। সেজন্য ডায়াল করতে হবে *২১২*১#।