কক্সবাজারে পাহাড়ি ঢলের পানিতে ডুবে ১৩ বছরের শিশুর মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ি ঢলে ভেসে গিয়ে মো. হাবির (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিহতের সাথে থাকা দুই শিশু সাঁতার কেটে প্রাণে বেঁচে ফিরেছে।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পহরচাঁদা বিবিরখিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাবিব ওই এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এবং বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান জানিয়েছেন, ভারী বর্ষণে পাহাড়ি ঢল নামে বরইতলীতে। সোনাইছড়ি ছড়াখাল উপচে স্থানীয় সড়ক প্লাবিত হয়। সকাল সাড়ে ১১টার দিকে তিন শিশু একসাথে বাড়ি থেকে বের হয়ে পহরচাঁদা বাজারের দিকে যাচ্ছিল। এসময় ঢলের স্রোতে ভেসে যায় তারা। এদের মধ্যে দুজন সাঁতরে বেঁচে ফিরলেও হাবিব স্রোতে ভেসে গিয়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, 'ঢলের তোড়ে ভেসে গিয়ে শিশু মৃত্যুর বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।'