বন্যার পানিতে সাপ: লক্ষ্মীপুর ও নোয়াখালীতে কয়েক দিনে সাপের কামড়ে চিকিৎসা নিয়েছে শতাধিক
বন্যার পানির বৃদ্ধির সাথে সাথে লক্ষ্মীপুর ও নোয়াখালীতে সাপে কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা দিন বৃদ্ধি পাচ্ছে। শুক্র ও শনিবার দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর সদর হাসপাতালে ১০ জন এবং নোয়াখালী সদর হাসপাতালে ৩৫জন রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
শনিবার (২৪ আগস্ট) দুপুরের দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাকি মেডিকেল অফিসার ডা. অরুপ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. অরুপ দাস আরো জানান, লক্ষ্মীপুর সদর হাসপাতালে গত কয়েক দিনে ৬৩ জন এবং রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন রোগী চিকিৎসা নিয়েছেন। তিনি আরো জানান, কামড় দেওয়া সাপের মধ্যে বিষাক্ত এবং কম বিষাক্ত সাপ ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টি ও ফেনীর মুহুরী নদীর পানি নোয়াখালী ঢুকে বন্যার সৃষ্টি হয়। এতে নোয়াখালীর ৮টি উপজেলার অনেক জায়গায় হাঁটু পরিমাণ পানি উঠে যায়। গত দুই দিনে কবিরহাট ও সুবর্ণচরের প্রত্যন্ত অঞ্চলে সাপের কামড়ে আহত হয়ে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
অন্যদিকে লক্ষ্মীপুরে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতায় লক্ষ্মীপুরের ৪৫টি ইউনিয়নে তীব্র জলাবদ্ধতা থেকে বর্তমানে বন্যা তৈরি হয়েছে।
চিকিৎসকরা জানায়, বন্যা কবলিত এলাকায় মাঠে ঘাটে কিংবা বাসাবাড়িতে কাজকর্ম করার সময় সাপ তাদের দংশন করে। অতি বৃষ্টি ও বন্যার কারণে এসব সাপ গর্ত থেকে বাহিরে আসছে বলে ধারণা করছে স্থানীয়রা।