ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে ভিসাপ্রত্যাশীদের বিক্ষোভ
রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে বিক্ষোভ করেছেন শতাধিক ভিসাপ্রত্যাশী। আজ সোমবার দুপুরে তারা এ কর্মসূচি করেন।
কর্মসূচিতে তারা 'ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান' 'এক দফা এক দাবি, ভিসা চাই ভিসা চাই' ইত্যাদি বলে স্লোগান দেন। এ সময় কয়েকজন পুলিশ সদস্যকেও তাদের সাথে দেখা যায়। তবে তারা বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভিসাপ্রত্যাশী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ভারতের ভিসার আবেদন করার পর কোনো কোনো ক্ষেত্রে কয়েক মাস অপেক্ষা করতে হয়। ভারত পৃথিবীর অন্যান্য দেশের সাথেও এমন করে কি না আমাদের জানা নেই। আমাদের দাবি হলো ভিসা না দিলেও দ্রুত পাসপোর্ট ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। ভিসাও দেবে না, পাসপোর্টও আটকে রাখবে এটা হয় না।
এ বিষয়ে জানতে ভাটারা থানায় কয়েকবার ফোন করা হলেও কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।