হাসানুল হক ইনু ৭ দিনের রিমান্ডে
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আলী হায়দার এ আদেশ দেন।
রাজধানীর নিউমার্কেট থানায় করা ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে এই রিমান্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, নগরীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ইনুকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়।
এর আগে গতকাল (২৬ আগস্ট) উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ হাসানুল হক ইনুসহ ১৩০ জনকে আসামি করে মামলা করা হয়।
গত ২১ আগস্ট নিহতের আত্মীয় আব্দুর রহমান নিউমার্কেট থানায় মামলাটি করেন