ভারতে গ্যাস রপ্তানি নিয়ে ছড়ানো গুজবের ব্যাখ্যা দিল জ্বালানি মন্ত্রণালয়
বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ২৫ আগস্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরা গুজব নিয়ে একটি ব্যাখ্যা প্রদান করেছে। ঐ গুজবে বলা হয়, বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে ভারতের কাছে গ্যাস রপ্তানি করছে।
এতে দাবি করা হয়, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার ভারতের কাছে গ্যাস রপ্তানির ব্যবস্থা করেছিল যা বর্তমান প্রশাসন থামিয়ে দিয়েছে। এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই অভিযোগ অস্বীকার করে উল্লেখ করেছে, বাংলাদেশ কখনোই পাইপলাইনের মাধ্যমে ভারতের কাছে গ্যাস রপ্তানি করেনি।
তবে ভারতে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রপ্তানি করা হলেও সেটির সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওটি দুই বছর পুরোনো এবং একটি এর সাথে ভারতে গ্যাস রপ্তানির কোনো সম্পর্ক নেই।
মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলে গ্যাস পাইপলাইন বন্ধ করার ব্যাপারে যে দাবি ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।