তুচ্ছ ঘটনায় প্রাণহানি দুঃখজনক, গুজব মোকাবিলায় সচেষ্ট থাকতে হবে: খাগড়াছড়িতে উপদেষ্টা হাসান আরিফ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, একদম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে এত ঘটনা ঘটে গেল, প্রাণ গেল। আগামীতে যেন ভুল বুঝাবুঝি না হয়– সে ব্যাপারে এখন থেকে সজাগ থাকতে হবে।
তিনি পাহাড়ের সাম্প্রতিক ঘটনাকে দু:খজনক উল্লেখ করে বলেন, আমরা খাগড়াছড়িতে সেই সুন্দর পরিবেশ আবার ফিরিয়ে আনবো। যে ভুল বোঝাবুঝি হয়েছে, তা আগামীতে যেন আর না ঘটে– সে ব্যাপারে সজাগ থাকতে হবে।
আজ শনিবার পার্বত্য চট্টগ্রামে উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে দেখতে এবং করণীয় ঠিক করতে খাগড়াছড়ি পরিদর্শনে আসেন অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে আসা প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
তারা খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভা করেন। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্টজন ও সরকারি কর্মকর্তারা এতে অংশ নেন।
সভায় জেলার শান্তি-সম্প্রীতির উন্নয়নে মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন মং সার্কেলের রাজা সাচিংপ্রু চৌধুরী, জেলা বিএনপি'র সভাপতি ওয়াদুদ ভূইয়া, সাবেক অধ্যক্ষ বোধিসত্ত দেওয়ান, সুশীল জীবন চাকমা, সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য প্রমূখ।
সভাশেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
এসময় পারস্পরিক সাংস্কৃতিক মেলাবন্ধন বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। একইসাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য জায়গার ছবি এনে গুজব ছড়ানোর অপচেষ্টা বন্ধে সবাইকে ভূমিকা রাখার আহবান জানান। নতুন বাংলাদেশ গড়তে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন হাসান আরিফ।
তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার উপকারিতা যেমন আছে, তেমনিভাবে অপকারিতাও আছে। সেই অপকারিতাও এখন দেখলাম। ভিন্ন ভিন্ন জায়গার ছবি এনে দেখানো হচ্ছে – এটি খাগড়াছড়িতে ঘটছে। কিছু কিছু আমার কাছে মনে হয়েছে (ভারতের) মণিপুরের। কিছুটা ফটোশপ করে দেখানো হচ্ছে এখানকার।
সাংবাদিকদের এধরনের গুজব ও অপপ্রচার মোকাবেলায় ভূমিকা রাখারও অনুরোধ জানান সমবায় উপদেষ্টা।
মতবিনিময় সভায় বিজিবি'র মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জান ছিদ্দিকী, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাইনুর রহমান, পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এবং পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল উপস্থিত ছিলেন।
উপদেষ্টারা পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি রক্ষায় বসবাসরত বাসিন্দাদের একযোগে কাজ করার আহবান জানিয়েছেন। তারা ষড়যন্ত্র রুখতে– গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন। তারা বলেন, পাহাড়কে অশান্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে। যার যার অবস্থান থেকে দল-মত নির্বিশেষে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ারও অনুরোধ করেন। এসময় আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এরআগে উপদেষ্টারা রাঙ্গামাটি থেকে হেলিকপ্টারে খাগড়াছড়ি আসেন। বিকেল ৪টায় সভা শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।
প্রসঙ্গত , বুধবার এক যুবককে পিটিয়ে হত্যার জের ধরে জেলার দীঘিনালা ও খাগড়াছড়িতে সহিংসতায় ৩ জন নিহত, কয়েকজন আহত হন। সংঘাতের সময় বহু দোকানপাট পুড়িয়ে দেয়া হয়। এতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।