ফরিদপুরে ৫ কিলোমিটার রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ
ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদীর চরবর্তী ডিগ্রিচর ইউনিয়নের নাজির বিশ্বাসের ডাঙ্গী এলাকার প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার বেশিরভাগ স্থানের ইট তুলে ফেলার অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী। বর্তমানে ওই রাস্তার বেশিরভাগ অংশে কোনো ইটের দেখা মেলেনি।
রাস্তাটি পদ্মা নদীর চরবর্তী এলাকায় হওয়ায়, ভাঙনের হাত থেকে ইটগুলোকে রক্ষা করতে তুলে ফেলেছেন বলে জানিয়েছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান।
জানা যায়, গত ৩/৪ বছর আগে ডিগ্রিচর ইউনিয়নের নাজির বিশ্বাসের ডাঙ্গী এলাকার প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা এলজিইডির পক্ষ থেকে জনগণের সুবিধার্থে ইটের রাস্তা করে দেওয়া হয়। তবে বর্তমানে রাস্তাটির বেশিরভাগ অংশে কোনো ইট নেই।
স্থানীয়রা জানান, গত এক বছর যাবত এই রাস্তা থেকে ইট তুলে ফেলছেন স্থানীয় প্রভাবশালীরা।
এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, প্রতি এক কিলোমিটার রাস্তায় এক লাখ পঁচিশ হাজার ইট লাগার কথা। সেই হিসেবে পাঁচ কিলোমিটার রাস্তায় ব্যবহার হয়েছে ছয় লাখ পঁচিশ হাজার ইট। এই ছয় লাখ পঁচিশ হাজার ইটের বেশিরভাগই নিয়ে যাওয়া হয়েছে।
জোহরা নামে এক নারী জানান, রাস্তাটি একসময় ইটের তৈরি ছিল।
সরোজমিনে দেখা যায়, এখনও ইট তোলার কাজ করা হচ্ছে। তবে কারা তুলছেন তাদের দেখা পাওয়া যায়নি। ইটগুলো রাস্তার পাশে সারিবদ্ধ করে রাখা হয়েছে।
তবে এ বিষয়ে ডিগ্রিচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে নদীর ভাঙনের হাত থেকে এ রাস্তার ইটগুলোকে রক্ষা করার জন্য তিনি এগুলো তুলে নিয়ে গরুর হাটে রেখেছেন। তবে তিনি এই ইট বিক্রি করেননি।
এই রাস্তার কোনো ইট নষ্ট করেননি বলে তিনি জানান।
এছাড়া, সরকারের নিয়ম মেনে এসব কাজ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।