লুট হওয়া ৩,৯৩৩টি অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী
আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন ঘিরে লুট হওয়া অন্তত ৩,৯৩৩টি অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ, সশস্ত্র বাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর মাধ্যমে চালানো অভিযানে এগুলো উদ্ধার করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, আন্দোলন ঘিরে মোট ৫,৮১৮টি অস্ত্র লুট করা হয়েছে। এগুলোর মধ্যে ১,১৩৫টি চাইনিজ রাইফেল, ২৫১টি এসএমজি ও ২,১৯১টি শটগান রয়েছে। সেক্ষেত্রে এখন পর্যন্ত ৮৩৯টি রাইফেল, ১৯১টি এসএমজি ও ১,৬২৪টি শটগান উদ্ধার করা সম্ভব হয়েছে।
মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, অস্ত্রের পাশাপাশি প্রায় ৭ লাখ রাউন্ড বুলেট, ৩২,০০৫টি টিয়ারগ্যাস ও ৪,৬৯২টি সাউন্ড গ্রেনেড লুট করা হয়েছে। যার বেশিরভাগই এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি।
এর আগে গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগ সরকারের সময় ৬ জানুয়ারি ২০০৯ থেকে ৫ আগস্ট ২০২৪ এর মধ্যে বেসামরিক নাগরিকদের দেওয়া সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রত্যাহার করে। একইসাথে অবৈধ অস্ত্র উদ্ধারে গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে দেশে যৌথ অভিযান শুরু করে।
এক্ষেত্রে নির্দেশনা মেনে লাইসেন্সধারীরা থানায় অস্ত্র ও গুলি জমা না দিলে পরদিন থেকেই তা অবৈধ হয়ে যাবে বলে ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার এবং লাইসেন্সধারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে বলে জানানো হয়।