আশুলিয়ায় লাশ পোড়ানো: পুলিশ পরিদর্শক আরাফাত আফতাবনগর থেকে গ্রেপ্তার
৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলাকালে আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনকেকে গ্রেপ্তার করা হয়েছে।
আফতাবনগর থেকে পরিদর্শক আরাফাতকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম এমরান খান।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, দুই পুলিশ সদস্য একটি মরদেহের হাত-পা ধরে আগে থেকেই লাশ ভর্তি একটি ভ্যানের ওপর ছুড়ে মারছে।
পরে এএফপির বাংলাদেশ অফিসের ফ্যাক্টচেকার কদরুদ্দিন শিশির এটিকে আশুলিয়া থানার কাছে একটি জায়গায় চিহ্নিত করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক শোরগোল সৃষ্টি করে, যেখানে জড়িত কয়েকজন কর্মকর্তাকেও আশুলিয়া থানায় কর্মরত বলে চিহ্নিত করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটির ঘটনা তদন্তে ১ সেপ্টেম্বর পুলিশ থেকে অতিরিক্ত এসপি ও ডিবি কর্মকর্তাদের সমন্বয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এর আগে, ৫ আগস্ট আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর তাদের দেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীকে বিমানবন্দর থেকে আটক করা হয়।
দেশ ছাড়ার চেষ্টার সময় ২ সেপ্টেম্বর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন তিনি।