জাবিতে পেছাল প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ, ক্লাস শুরু ২০ অক্টোবর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩–২৪ শিক্ষাবর্ষে (৫৩ ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ পরিবর্তন হয়েছে।
ভর্তি পরীক্ষার ৭ মাস পর আগামী ৩০ সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও – বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে ২০ অক্টোবর থেকে এই বর্ষের ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
আলী রেজা বলেন, ৩০ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের হলে প্রত্যেক শিক্ষার্থীর আসন নিশ্চিত করে ক্লাস শুরু করার লক্ষ্যে— ক্লাস শুরুর তারিখ পিছিয়ে আগামী ২০ অক্টোবর থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ক্লাস শুরুর অল্প কিছুদিন পরই পূজার ছুটি থাকায় শিক্ষার্থীরা আবার বাসায় যাওয়ার বিড়ম্বনায় পড়তে পারে, এই বিষয়টিও বিবেচনা করা হয়েছে।
নতুন শিক্ষার্থীদের হল বরাদ্দের বিষয়ে আলী রেজা বলেন, ক্লাস যেহেতু পেছানো হয়েছে তাই হলে সিট বরাদ্দও পরে দেওয়া হবে।
উল্লেখ্য, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।