ঢাকার যানজট: অন্তর্বর্তী সরকারকে খাল সংস্কার, চক্রাকার সড়ক নির্মাণসহ ১১ প্রস্তাব
রাজধানী ঢাকার যানজট নিরসনে অন্তর্বর্তী সরকারকে ১১টি প্রস্তাব দিয়েছে ঢাকা যানজট নিরসন কমিটি। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে খাল সংস্কার করে নৌপথ তৈরি এবং নদীঘেঁষে ট্রাম রোড নির্মাণের পরিকল্পনা।
শনিবার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাবগুলো তুলে ধরেন সংগঠনের সভাপতি ইছহাক দুলাল।
তিনি জানান, যানজট নিরসনের জন্য ঢাকায় চক্রাকার সড়ক নির্মাণ করা এবং ঢাকার অভ্যন্তরে থাকা বাস টার্মিনালগুলো স্থানান্তরের প্রয়োজনীয়তা রয়েছে।
এছাড়া, কমলাপুর রেলস্টেশন থেকে টঙ্গী পর্যন্ত রেললাইন উড়ালপথে করার অথবা প্রতিটি রেলক্রসিং বাইপাস করার প্রস্তাবও দেওয়া হয়েছে।
কমিটি আরও প্রস্তাব করেছে, কেরানীগঞ্জ ও কাশিমপুর অঞ্চলে কারাগার ও আদালত ভবন এক জায়গায় স্থাপন করা এবং ঢাকা থেকে অন্তত ১০০ কিলোমিটার দূরের বিভিন্ন জেলায় রেলপথ চালু করা।
সংগঠনটি ঢাকার ফুটপাত ও সড়কগুলো হকার এবং ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলমুক্ত করার দাবি জানিয়েছে।
একইসঙ্গে, ট্রাফিক পুলিশ ও যানবাহনের চালকদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
নগর পরিবহন চালুর প্রয়োজনীয়তা উল্লেখ করে সংগঠনটি জাতীয় স্বার্থে সিএনজিচালিত অটোরিকশা বাদে ব্যক্তিগত যানবাহনে গ্যাস সরবরাহ বন্ধ করে উৎপাদন খাতে সরবরাহের পরামর্শ দিয়েছে।
সংবাদ সম্মেলনে ইছহাক দুলাল আরও জানান, ২০১০ সালেও এসব প্রস্তাব সরকারের কাছে দেওয়া হয়েছিল, কিন্তু তখন তা বাস্তবায়িত হয়নি।
তিনি বলেন, এসব প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে যানজট নিরসন করা সম্ভব এবং সরকারকে এ বিষয়ে সদিচ্ছা প্রদর্শনের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যানজট নিরসন কমিটির প্রচার সম্পাদক শহীদুল ইসলাম, উপদেষ্টা জহরুল ইসলাম, জালাল উদ্দিন আহমেদ, এস এম সারোয়ার এবং সাধারণ সম্পাদক তারেক হোসেন।