গলায় কাঁটা লেগেছে, গিলতে হবে: নৌ পরিবহন উপদেষ্টা
সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে চীন থেকে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ কেনাসহ নানা প্রকল্প প্রসঙ্গে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, 'গলায় কাঁটা লেগেছে, গিলতে হবে' ।
আজ রবিবার (৬ অক্টোবর) দুপুরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) কার্যালয়ে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেন, 'এ মন্ত্রণালয়ে অনেক প্রকল্প হচ্ছে, এসব কেন হচ্ছে! অনেকগুলো প্রকল্প এখন শেষ পর্যায়ে। চীন থেকে জাহাজ আনা ছাড়াও অনেক বড় বড় প্রজেক্ট আছে। এগুলো নিয়ে অনেক প্রশ্ন তুলেছি। এ সরকার এসে প্রকল্পগুলো এখন বন্ধ করে দিলে এগুলো সব অপচয় হবে। এগুলো আপনার, আমার টাকা। এখন কিছু করার নাই। এখন গলায় কাঁটা লেগেছে, গিলতে হবে।'
নতুন জাহাজ কেনা প্রসঙ্গে তিনি বলেন, 'একটি টিম কাজ করছে দাম নির্ধারণের জন্য। আমরা দাম কমানোর চেষ্টা করছি। কে টাকা নিয়ে নিয়ে গেল তা বের করা মুশকিল। কাউকে টাকা দিয়ে থাকলে কীভাবে বের করবো? এখন তো ডলার ফ্ল্যাকচুয়েট করছে। ডলার ছিল ৯০ টাকা, না ৯৫ টাকা। এটা তো এনকিউয়ারি (তদন্ত) হবে। প্রকল্প বন্ধ থাকলে জাহাজ তো পাবো না '
নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত আরও বলেন, "আমি তো আগেও বলেছি, চুরির মহাসমুদ্র না, প্রশান্ত মহাসাগর। ডুব দিলে আপনি টেরই পাবেন না। কেউ যদি এখন এসে বলে, 'স্যার, এটা এক হাজার টাকা দাম।' শুনলে মনে হয়, এটা দাম ৫০০ টাকা হবে। আর ৫০০ টাকা কেউ খেয়ে গেছে। এই রকম আতঙ্কের মধ্যে আছি। কোনো প্রজেক্ট দিলেই হা করে তাকিয়ে থাকতে হয়। আসলে এটা কত টাকা প্রজেক্ট! এখন যেটা হয়ে গেছে, সেটার জন্য দুদক আছে। আমরা সেগুলো দুদকে পাঠিয়ে দিচ্ছি। এখন আমরা যেটা করতে পারি, আমরা ফাইন্যান্সিয়াল কনসাল্টেন্ট নিয়োগ করতে পারি।"