বিভিন্ন মেয়াদে ফের রিমান্ডে সালমান, দীপু মনি, পলক, মেনন ও ইনু
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, আইসিটি বিভাগের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে ফের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
মঙ্গলবার (৮ অক্টোবর) সিএমএম শাহিন রেজা সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাকিব হাসান হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় প্রথমে দীপু মনি ও পলকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরে ইমন হোসেন গাজী হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের করা আরেক মামলায় দীপু মনি, পলক, মেনন ও ইনুকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মাহমুদুল হাসান জয় (১৪) হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদ পলককে পাঁচ দিনের রিমান্ড এবং মাজেদুলকে হত্যাচেষ্টার অভিযোগে নিউমার্কেট থানায় দায়ের করা অন্য একটি মামলায় পলককে আরও পাঁচ দিনের রিমান্ড দেন আদালত।
এছাড়া, রফিকুল ইসলাম হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক উপ-কমিশনার মশিউর রহমানকে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।