চট্টগ্রাম বন্দরে নিবন্ধনবিহীন গাড়ি চালানোয় সাইফ পাওয়ারটেককে ৩ লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম বন্দরের জেটি, ইয়ার্ড ও টার্মিনালের ভেতর নিবন্ধন ছাড়া ভারী গাড়ি চালানোয় সাইফ পাওয়ারটেক নামের একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান অপু এ জরিমানা করেন।
এর আগে চট্টগ্রাম বন্দর নিবন্ধনবিহীন গাড়ি চলাচল ঠেকাতে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথিরিটি (বিআরটিএ) যৌথ অভিযান চালায়।
অভিযানে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে সতর্কতামূলকভাবে সাইফ পাওয়ারটেকের ১০টি কনটেইনার বহনকারী ট্রেইলারকে (লং ভেহিক্যাল) রেজিস্ট্রেশন না থাকায় ৩০ হাজার টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান অপু সাইফ পাওয়ারটেকের সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত সব গাড়ির রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশনা দেন।
অভিযানে বিআরটিএ চট্টগ্রামের পক্ষে বিআরটিএ চট্টমেট্রো-১ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. আনোয়ার হোসেন, চট্টমেট্রো- ২ সার্কেলের মোটরযান পরিদর্শক পলাশ খিশা, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক আব্দুল মতিন, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারি আল-ফরহাদ ও এমিল চাকমা উপস্থিত ছিলেন।