সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের ৫ মামলা
ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, ঘুষ, অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান, মেয়ে শাফিয়া তাসনিম খানের নামে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া মামলা করা হয়েছে কামালের এপিএস ((সহকারী একান্ত সচিব) মনির হোসেনের নামেও।
আজ বুধবার (৯ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় এসব মামলা করেন সংস্থাটির কর্মকর্তারা। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর অনুসন্ধান শুরু হওয়া অভিযোগের প্রথম মামলা এটি। বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।
পাঁচটি মামলারই আসামি আসাদুজ্জামান খান। এসব মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে।