যশোরেশ্বরী কালী মন্দিরে নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার সোনার মুকুট চুরি
সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দিরে প্রতিমার সোনার মুকুট চুরি হয়েছে। মুকুটটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপহার দিয়েছিলেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টা ৪৭ থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে এ চুরির ঘটনা ঘটে। মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক যুবক মুকুটটি চুরি করে নিয়ে যাচ্ছেন।
জানা গেছে, প্রতিদিনের মতো পূজা শেষে পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি মন্দিরের সেবায়েত রেখা সরকারের কাছে চাবি দিয়ে বাড়ি যান।
এ সময় মন্দির প্রাঙ্গণে রেখা সরকারসহ ভক্তরা উপস্থিত ছিলেন। এরপর ২০২১ সালের ২৭ মার্চ নরেন্দ্র মোদির দেওয়া স্বর্ণের মুকুটটি চুরির ঘটনা ঘটে।
সেবায়েত রেখা সরকার জানান, পূজা শেষে তিনি মন্দিরের পাশের টিউবওয়েলে পূজার বাসনপত্র ধুতে গিয়েছিলেন।
'মাত্র ১–২ মিনিট পরে ফিরে এসে দেখি মায়ের [প্রতিমার] মাথার মুকুটটি নেই। পরে আমি মন্দিরে উপস্থিত সবাইকে বিষয়টি জানাই,' বলেন তিনি।
সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরায় এক যুবককে শনাক্ত করা হয়েছে। তাকে আটক ও স্বর্ণের মুকুট উদ্ধারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।