দুর্ধর্ষ চুরি! এক চেষ্টাতেই ১২ মিলিয়ন ডলারের গহনা, এরমেস ব্যাগ হাতিয়ে নিল চোর
উত্তর-পশ্চিম লন্ডনের একটি বাড়ি থেকে ১০ মিলিয়ন পাউন্ড (১২.৫ মিলিয়ন ডলার) মূল্যের বিশেষভাবে তৈরি করা গহনা চুরি হয়েছে। এটি ব্রিটেনের কোনো বাড়ি থেকে অন্যতম বড় চুরির ঘটনার একটি বলে ধারণা করা হচ্ছে।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ৭ ডিসেম্বর স্থানীয় সময় বিকেল ৫টার দিকে লন্ডনের অ্যাভিনিউ রোড এলাকায় চোর একটি বাড়িতে প্রবেশ করে। ওই সময় বাসিন্দারা বাড়িতে ছিলেন না।
পুলিশ বলছে, "চোরটি দেড় লাখ পাউন্ড মূল্যের (প্রায় ১ লাখ ৮৫ হাজার ডলার) এরমেস ক্রোকোডাইল কেলি হ্যান্ডব্যাগ, নগদ ১৫ হাজার পাউন্ড (প্রায় ১৯ হাজার ডলার) এবং ১০.৪ মিলিয়ন পাউন্ড মূল্যের (প্রায় ১২.৯ মিলিয়ন ডলার) বিশেষভাবে তৈরি করা গহনা নিয়ে পালিয়ে গেছে।"
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন "২০ থেকে ৩০ বছর বয়সী একজন শ্বেতাঙ্গ পুরুষ" এই চুরির সাথে জড়িত। তিনি কালো হুডি, কার্গো প্যান্ট ও বেসবল হ্যাট পরেছিলেন এবং তার মুখ ঢাকা ছিল।
চুরি হওয়া জিনিসগুলোর মধ্যে রয়েছে– গ্র্যাফের ১০.৭৩ ক্যারেটের হীরের আংটি, ডি বিয়ার্সের দুটি বাটারফ্লাই হীরের আংটি, এরমেসের একটি ৩.০৩ ক্যারেটের হীরের আংটি, একটি অ্যাকুয়ামেরিন আংটি ও একটি নেকলেস। পুলিশের শেয়ার করা একটি ছবিতে "শাফিরা" নামক একটি ব্রেসলেটও দেখা গেছে।
শোপার-এর হীরের কানের দুল এবং ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলসের বিভিন্ন গহনা চুরি হয়েছে।
পুলিশের তদন্তকারী গোয়েন্দা কনস্টেবল পাওলো রবার্টস বলেন, "এটি একটি সাহসী অপরাধ, যেখানে সন্দেহভাজন অস্ত্র নিয়ে সম্পত্তিতে প্রবেশ করে ভুক্তভোগীদের বাড়ির নিরাপত্তা লঙ্ঘন করেছে।"
তিনি আরও বলেন, "সন্দেহভাজন ১০.৪ মিলিয়ন পাউন্ড মূল্যের গহনা চুরি করেছে। এর বেশিরভাগই ডিজাইনে অনন্য। তাই সহজেই চিহ্নিত করা যাবে।"
বাড়িটির কর্মচারীদের প্রধান সাসবা বিরাগ দ্য গার্ডিয়ানকে বলেন, চুরি সম্ভবত একজন "একক অপরাধীর" কাজ। তবে চুরি করা জিনিসগুলোকে টাকায় পরিণত করতে হয়ত আরও বড় নেটওয়ার্কের সাহায্য লাগবে।
তিনি আরও জানান, চুরির সময় তিনি বাড়িতে ছিলেন।