২০২৪ সালে শান্তিতে নোবেলজয়ী নিহন হিদানকিয়োকে ড. ইউনূসের অভিনন্দন
২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী জাপানের পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়াদের নিয়ে গড়ে তোলা সংগঠন নিহন হিদানকিয়োকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১১ অক্টোবর) এক বার্তায় তিনি বলেন, '২০২৪ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নিহন হিদানকিয়োকে অভিনন্দন। পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং শান্তির প্রতি আপনাদের অবিচল অঙ্গীকার আমাদের সবার জন্য অনুপ্রেরণা।'
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. ইউনূস বলেন, 'হিরোশিমা ও নাগাসাকির ভয়াবহতা মানুষ যেন কখনো ভুলে যায় তা নিশ্চিত করতে আপনাদের নিরলস প্রচেষ্টা ও পরিশ্রম, আমাদের নিরাপদ পৃথিবীর জন্য যে চেষ্টা তাকে প্রতিধ্বনিত করে।'
বার্তায় আরও বলা হয়েছে, 'আপনাদের সাহস ও উৎসর্গের জন্য ধন্যবাদ। আরও একবার উষ্ণ অভিনন্দন।'
পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টার জন্য ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছে নিহন হিদানকিয়ো।
নিহন হিদানকিয়ো সংগঠনটি হিবাকুশা নামেও পরিচিত। ১৯৪৫ সালে হিরোশিমা-নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা বিপর্যয়ের প্রত্যক্ষদর্শীদের সঙ্গে নিয়ে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টায় 'পারমাণবিক অস্ত্র আর কখনো ব্যবহার করা উচিত নয়'- এই প্রচারণা চালিয়ে যাচ্ছে সংগঠনটি।
শান্তিতে নোবেল পুরস্কারের অর্থমূল্য হিসেবে সংগঠনটি পাচ্ছে ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। বাংলাদেশি মুদ্রায় এর অর্থমূল্য প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকা। এছাড়াও একটি মেডেল, সনদপত্রও দেওয়া হবে।
ডিসেম্বরের ১০ তারিখ আলফ্রেড নোবেলের মৃত্যুদিবসে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে।