কৃষিপণ্যের ওএমএস: ৩০ টাকায় মিলছে আলু, ১৩০ টাকা ডজন ডিম
ঢাকার অন্তত ২০টি স্থানে শুরু হয়েছে কৃষি পণ্যের ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রম। উচ্চ মূল্যের বাজারে ভোক্তাকে স্বস্তি দিতে কম মূল্যে ডিম, সবজি বিক্রির এ কার্যক্রমের উদ্বোধন হয়েছে আজ (১৫ অক্টোবর)।
কৃষি মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী- এই ওএমএস প্রকল্পের আওতায় প্রতিকেজি আলু ৩০ টাকা, প্রতি ডজন ডিম ১৩০ টাকা, প্রতিকেজি পেঁয়াজ ৭০ টাকা এবং সবুজ শাক-সবজি বিদ্যমান বাজারদরের চেয়ে অন্তত ২০-৩০ শতাংশ কম দামে বিক্রি হচ্ছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন ও কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া।
কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, আগামী দুই সপ্তাহে বিভিন্ন আইটেম বিক্রির জন্য কমপক্ষে ২০টি স্থান নির্ধারণ করা হয়েছে এবং এই পাইলট প্রকল্প সফল হলে, বিক্রয় পয়েন্ট ও দিনের সংখ্যা বাড়ানো হবে।
মূলত কৃষি বিপণন অধিদপ্তর ওপেন মার্কেট সেলের (ওএমএস) আওতায় আলু, ডিম, পেঁয়াজের পাশাপাশি বিভিন্ন সবজি বিক্রির জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে। সরাসরি কৃষকের কাছ থেকে কিনে রাজধানীর নির্দিষ্ট স্থানগুলোতে সুলভ মূল্যে সবজিগুলো বিক্রি করা হবে।