ভোজ্য তেল আমদানিতে ৫ শতাংশ শুল্ক কমছে, ভোক্তা পর্যায়ে থাকছে না ভ্যাট
আমদানিতে ভোজ্য তেলে পাঁচ শতাংশ ও ডিমে ২০ শতাংশ শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা কাজ করছে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে বিশেষ করে ডিমের দামের ঊর্ধগতি ঠেকাতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আমদানি প্রক্রিয়াতে ডিমের শুল্ক ৩৩ শতাংশ থেকে ২০ শতাংশ কমিয়ে ১৩ শতাংশ করা হয়েছে। এছাড়া ভোজ্য তেলে পাঁচ শতাংশ শুল্ক কমানো হয়েছে এবং ভোক্তা পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।
এর আগে আজ দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠকে ভোজ্য তেল ব্যবসায়ী নেতারা ভোজ্য তেল আমদানিতে বিদ্যমান শুল্ক পাঁচ শতাংশ এবং উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত সমুদয় মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির প্রস্তাব করেন। এ বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
উল্লেখ্য, সর্বশেষ গত ১৮ এপ্রিল সয়াবিন তেল ও পাম তেলের মূল্য সমন্বয় করা হয়েছিল। বিশ্ববাজারে গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে সয়াবিন তেল ও পাম তেলের মূল্য বেড়েছে। এ সময়ে অপরিশোধিত সয়াবিন তেলের মূল্য ১৪.৮ শতাংশ ও আরবিডি পাম তেলের মূল্য ১৮.৬৮ শতাংশ বেড়েছে।
সম্প্রতি বাজারে ডিমের দাম বেড়েছে। রাজধানীর কারওয়ানবাজারে ও মোহাম্মদপুর কৃষি মার্কেটে প্রতি ডজন ডিম ১৬৫-১৭০ টাকা থেকে বেড়ে ১৮০-১৯০ টাকায় বিক্রি হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর কৃষি বিপণন অধিদপ্তর ডিমের দাম খুচরা পর্যায়ে সর্বোচ্চ ১১.৮৭ টাকা নির্ধারণ করে দেয়। তবে ভোক্তাদের ১৫ টাকা বা তার চেয়ে বেশি দামে ডিম কিনতে হচ্ছে।