বিদ্যুৎ নিয়ে নাশকতা বরদাশত করা হবে না, এ সরকার দুর্বল নয়: জ্বালানি উপদেষ্টা
পল্লী বিদ্যুৎ সমিতিসহ কারো কোনো রকম নাশকতা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি বলেছেন, 'পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা যা করেছে, সেটি অন্যায়। পল্লী বিদ্যুৎ সমিতির কেউ দায়িত্ব পালন না করে চলে গেলে তাদের একবারে চলে যাওয়া উচিত। দাবি-দাওয়ার নামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা বেআইনি। এ সরকার দুর্বল সরকার নয়। জনগণের বিপুল সমর্থন আছে।'
আজ রোববার (২০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত 'সাসটেইনেবল এনার্জি ফর বাংলাদেশ' শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিদ্যুতের সাবস্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান জ্বালানি উপদেষ্টা।
তিনি বলেন, 'কেউ দায়িত্ব পালন না করলে তার জায়গায় বিকল্প লোক প্রস্তুত আছে। এ মুহূর্তে বাংলাদেশ ব্ল্যাক আউটের ঝুঁকিতে নেই। এ কাজ কাউকে করতে দেওয়া হবে না।'
সরকার ২০২৫ সালের মধ্যে ৫০টি অনুসন্ধান কূপ খনন করতে চায় জানিয়ে ফাওজুল কবির খান বলেন, 'এখন থেকে কোনো যোগসাজশের মাধ্যমে নয়, জ্বালানিখাতের সব কেনাকাটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হবে।'
তিনি বলেন, 'সরকার নয়, এখন থেকে গণশুনানির মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করবে।'