রাজু ভাস্কর্যের নারী মূর্তিতে মধ্যরাতে 'কালো হিজাব', সরানো হলো পরে
'কালো হিজাব' দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের নারী মূর্তিটির মাথা ঢেকে দেয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার (২০ অক্টোবর) রাতে এ ঘটনাটি ঘটে। তবে কে বা কারা এ কাজ করেছে সেটা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে কয়েকজন যুবক মাস্ক পরে মোটরবাইকে এসে হিজাবসদৃশ কালো কাপড় মুড়িয়ে দ্রুত চলে যায়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লিটন নন্দীসহ আরও কয়েকজন মিলে মধ্যরাতেই ভাস্কর্য থেকে তা নামিয়ে ফেলেন।
বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এ ঘটনা জানার পর, রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম ও মো. রবিউল ইসলামকে ঘটনাস্থলে পাঠান। তারা রাত ১টার দিকে রাজু ভাস্কর্য এলাকা পরিদর্শন করেন।
সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, 'আমরা রাজু ভাস্কর্যে গিয়ে দেখি, কাপড় নামিয়ে ফেলা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, এখন পর্যন্ত এটি আমরা জানতে পারিনি। তবে আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে তাঁদের শনাক্ত করা হবে।'
প্রক্টর সাইফুদ্দীন আহমদ প্রথম আলোক বলেন, 'আমরা আজকের মধ্যেই তিন থেকে চারজন সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করে দেব এ বিষয়ে। আর বিভিন্ন এজেন্সি থেকে ভিডিও ফুটেজ নিয়ে আমরা এটি তদন্ত করব। এখানে এসব করা যাবে না।'
উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনের একটি ভাস্কর্যেও কোমরের নিচে গামছা পরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল।