ইইউ'র পোশাক আমদানি কমেছে ৩.৬৩ শতাংশ, বাংলাদেশের রপ্তানি কমেছে ৩.৫৩ শতাংশ
গত বছরের একই সময়ের চেয়ে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পোশাক আমদানি ৩.৬৩ শতাংশ কমেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ইইউ'র মোট আমদানি ৬১.৫৬ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৫৯.৩২ বিলিয়ন মার্কিন ডলারে নেমেছে।
তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ'র পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, 'ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অন্যতম শীর্ষ পোশাক সরবরাহকারী বাংলাদেশের রপ্তানি ৩.৫৩ শতাংশ কমেছে। আর এই সময়ে রপ্তানি চালান মূল্য কমে হয়েছে ১২.৯১ বিলিয়ন মার্কিন ডলার।
ইউরোপীয় ইউনিয়নে পোশাকের চাহিদা যে কমেছে, সেটি আমদানি কমার মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে। সেইসঙ্গে এটি বৈশ্বিক সরবরাহ চেইনে গতিশীলতার পরিবর্তন নিয়েও প্রশ্ন তুলছে।
ইইউ'র সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ চীনের পোশাক রপ্তানি ৪.১০ শতাংশ কমে ১ হাজার ৫৬২ কোটি ডলারে দাঁড়িয়েছে। তুরস্ক ও ভারতের মতো অন্যান্য প্রধান সরবরাহকারীদেরও রপ্তানি হ্রাস পেয়েছে। তুরস্কের রপ্তানি ৭.৫২ শতাংশ কমে ৬.৮৪ বিলিয়ন মার্কিন ডলার এবং ভারতের ২.৭৩ শতাংশ করে ৩.৩৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ভিয়েতনামের ২.০৯ শতাশ কমে রপ্তানি মোট ২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে।
অপরদিকে, কিছু দেশ নিম্নমুখী প্রবণতা কাটিয়ে উঠেছে। ইইউতে কম্বোডিয়ার রপ্তানি ১২.৭৮ শতাংশ, পাকিস্তানের ৭.৩ শতাংশ এবং মরক্কোতে ৬.০৯ শতাংশ বেড়েছে। যা বৈশ্বিক পোশাক বাজারে উৎসের পছন্দের সম্ভাব্য পরিবর্তনের দিকে ইঙ্গিত দিচ্ছে।