সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/10/30/agri.jpg)
ছবি: সংগৃহীত
সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-কমিশনার তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুস শহীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।