এনসিটিবির সামনে পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলা: মতিঝিলে আরেকজন গ্রেপ্তার
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/received_1043234420894288-ezgif.com-webp-to-jpg-converter.jpg)
রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মো. শাহাদাৎ ফরাজী সাকিব (৩৫) নামের আরেক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-মতিঝিল বিভাগ।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
এর আগে, বুধবার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর শ্যামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এই নিয়ে এ মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো।
তালেবুর রহমান বলেন, 'গত ১৫ জানুয়ারি দুপুরে পাঠ্যপুস্তকের মলাটে আদিবাসী গ্রাফিতিকে কেন্দ্র করে মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে পাহাড়ি ছাত্র পরিষদের ওপর হামলার ঘটনায় ১৭ জানুয়ারি মতিঝিল থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০/৩০০ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়।'
তিনি বলেন, 'গ্রেপ্তার শাহাদাৎ ফরাজী সাকিব ওই মামলার ৬ নম্বর আসামি। ওই ঘটনায় ১৫ জানুয়ারি রাতে আসামি আরিফ আল খবির (৩৮) এবং মো. আব্বাসকে (২৪) গ্রেপ্তার করেছিল মতিঝিল থানা পুলিশ। পরবর্তীতে গত ২৯ জানুয়ারি রাত ১২টার দিকে মো. হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি। এ নিয়ে এই মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি ও মতিঝিল থানা পুলিশ।'
তিনি আরও বলেন, 'গ্রেপ্তার শাহাদাৎ ফরাজী সাকিবকে আদালতে পাঠানো হয়েছে।'