সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ৪ দিনের রিমান্ডে
হত্যামামলায় সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদকে বুধবার (৩০ অক্টোবর) চারদিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে আজ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, মঙ্গলবার রাতে বিপুল টাকা ও বৈদেশিক মুদ্রাসহ রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় তার বাসা থেকে- ৩ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা; ১ হাজার ১২০ কানাডিয়ান ডলার; ১ হাজার ১০০ ইউরো; ৫ হাজার ৩০০ থাইবাথ; ১ হাজার ৯৫৩ মার্কিন ডলার; ৫০০ মেক্সিকান ডলার; ৫০ হংকং ডলার; ৩ হাজার রুপি; ৩ হাজার ১১৭ কাতার রিয়াল এবং ৯৯০ দশমিক ৫০ গ্রাম (৮৫ ভরি প্রায়) স্বর্ণালঙ্কার ও বার উদ্ধার করা হয়।
আব্দুস শহীদের বিরুদ্ধে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় একটি হত্যার ঘটনায় উত্তরা-পশ্চিম থানায় মামলা করা হয়।