শীঘ্রই সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদে স্থায়ী প্রশাসক নিয়োগ করা হবে
যেসব সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদের মেয়র ও চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে সেখানে স্থায়ী প্রশাসক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। শীঘ্রই এ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
বুধবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, 'অতি শীঘ্রই দেখতে পারবেন ফুলটাইম অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া হবে। কারণ, এত বড় বড় সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা সাময়িক দায়িত্ব দিয়ে চালানো সম্ভব নয়। এছাড়া এসব প্রতিষ্ঠানের সার্বক্ষণিক কাজ আছে। এজন্য অ্যাডমিনিস্ট্রেটরদের সার্বক্ষণিক দায়িত্ব দেওয়া হবে।'
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র ও কমিশনারদের অপসারণ করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানওদের অপসারণ করেছে সরকার।
তবে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেম্বারদের এখনও অপসারণ করা হয়নি।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রসঙ্গে উপদেষ্টা বলেন, 'ইউপি চেয়ারম্যানদের অপসারণ বিষয়ে গ্রাউন্ড ওয়ার্ক করা আছে। ৪ হাজার ৬০০ ইউপি। বিশাল কর্ম। অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।'
তিনি বলেন, 'রাষ্ট্র পরিচালনার জন্য সরকারের দায়িত্ব চার বছর হওয়া উচিত। অর্থাৎ সংসদের মেয়াদ চার বছর হওয়া উচিত। আমেরিকার চার বছর। নির্বাচন-সংক্রান্ত সংস্কার কমিশন আছে, তারা চিন্তাভাবনা করবে আশা করি। ইউনিয়ন পরিষদের মেয়াদ একসময় ৩ বছর ছিল, পরে বাড়িয়ে ৫ বছর করা হয়। বাড়িয়ে কোনো সুফল পায়নি। কোনো পর্যালোচনাও হয়নি যে মেয়াদ বাড়িয়ে কী সুফল পাওয়া গেলো। এটাও ৩ বছর হলে ভালো হয়।'
এটি তার ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করেন হাসান আরিফ।
এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধ, স্যানিটেশনের মানগত উন্নতি, জনসচেতনতা তৈরি করা, ভূমি সংস্কার কার্যক্রম নিয়েও মতামত জানান।
হাসান আরিফ বলেন, 'ডেঙ্গুতে মৃত্যু কমে আসছে। লার্ভা মারার ওষুধ দেওয়া হচ্ছে। ফগিং করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ডেঙ্গুতে মৃত্যু বেশি, এমন বলা হয়ে থাকে। এটা মিসলিডিং তথ্য। বড় বড় হাসপাতাল ঢাকা সাউথে। দেশের বিভিন্ন এলাকা থেকে এসব হাসপাতালে রোগীরা ভর্তি হচ্ছেন। এজন্য ডিএসসিসিতে বেশি মৃত্যু দেখা যায়।'
উপদেষ্টা বলেন, 'সমবায় বিষয়ে বলতে গেলে মন খারাপ হয়। সমবায়ের মাধ্যমে দারিদ্র্য দূর, মানব উন্নয়নের চিন্তা সফল হয়নি। আদালতগুলোতে দেখি সমবায় সমিতিতে সদস্য হওয়ার জন্য আইনি লড়াই চলছে। দেশে ১১ টি জাতীয় সমবায় সমিতি আছে। মিল্কভিটা তার একটি। এ প্রতিষ্ঠানের অসীম সম্ভাবনা ছিলো। কিন্তু একই ব্যক্তি ১৩ বছর ধরে সদস্য, যা অস্বাভাবিক।'
এ সময় হাসান আরিফ তার দায়িত্বে থাকা ভূমি মন্ত্রণালয়ের কর্মকাণ্ড নিয়েও কথা বলেন। তিনি বলেন, 'ভূমি হচ্ছে জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ভূমির সঠিক মালিকানার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে জরিপ। প্রযুক্তিনির্ভর ভূমি জরিপ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাইলট প্রকল্প চালু হয়েছে। খতিয়ান, নামজারি, খাজনা পরিশোধ অনলাইনে করা যাবে।'
তিনি বলেন, রেজিস্ট্রেশন অধিদপ্তরকে আইন মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়ের আওতায় আনার চেষ্টা চলছে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার ১২টি সিটি কর্পোরেশনের মেয়র, দেশের সব পৌরসভার মেয়র ও ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যানসহ সব চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানকে বরখাস্ত করেছে।
মোট ১ হাজার ৮৭৬ জন নির্বাচিত প্রতিনিধিকে এই চার স্তরের স্থানীয় সরকার থেকে অপসারণ করা হয়েছে।
পদগুলোর শূন্যস্থান পূরণের জন্য সিটি কর্পোরেশনগুলোতে অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
জেলা পরিষদগুলোতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (জেনারেল) ও জেলা প্রশাসকদের প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে। উপজেলা পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
পৌরসভাগুলোতে স্থানীয় সরকারের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন।