ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখন কাটা-ছেঁড়া ছাড়াই লিগামেন্ট প্রতিস্থাপন সম্ভব
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কাটা ছেঁড়া ছাড়াই লিগামেন্ট প্রতিস্থাপন চিকিৎসা চালু হয়েছে। হাসপাতালের অর্থোপেডিক ট্রমা এবং আর্থোস্কপি বিশেষজ্ঞ সার্জন ডা. মুহাম্মদ এ হাসান এই উদ্যোগ নিয়েছেন। এ চিকিৎসা সেবা চালু হওয়ায় ফরিদপুরের চিকিৎসা সেবা আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সৌদি আরবে গিয়ে ফুটবল খেলতে গিয়ে হাঁটুর লিগামেন্ট ছিড়ে যায় গোপালগঞ্জের রুবেল হোসেনের। পরে তিনি ব্যয়বহুল এই চিকিৎসা সৌদি আরবে না করতে পেরে দেশে ফিরে আসেন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাতে এসে পরিচয় হয় ডা. মুহাম্মদ এ হাসানের সঙ্গে। তিনি রুবেলের অপারেশন করতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার সময় তার অস্ত্রোপচার শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করে রুবেলের লিগামেন্ট প্রতিস্থাপন করা হয়।
এ বিষয়ে হাসপাতালের ডা. মুহাম্মদ এ হাসান জানান, ফরিদপুর হাসপাতালে প্রথমবারের মতো হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়া রোগীর কাটা ছেঁড়া ছাড়াই অর্থোস্কপি মেশিনের মাধ্যমে অপারেশনের কার্যক্রম উদ্বোধন করা হলো। এর আগে সরকারিভাবে এ অঞ্চলে এ ধরনের চিকিৎসা সেবা ছিল না। বৃহত্তর ফরিদপুর সহ আশেপাশের অনেক জেলার ভুক্তভোগী রোগীরা উপকৃত হবেন এখন থেকে।
এদিকে রুবেলের বাবা ইকরাম মোল্লা বলেন, "আমি আল্লাহর কাছে দোয়া করছি ডাক্তার হাসান সাহেবের জন্য। তার কারণেই আজকে এত বড় একটি অস্ত্রোপচার সম্পন্ন হল।"