ফরিদপুরে জনতার বাজারে অর্ধেক দামে মিলছে সবজি
ফরিদপুরে কৃষকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে সরাসরি ভোক্তাদের হাতে পৌঁছে দিচ্ছেন একদল তরুণ। তাদের ব্যতিক্রমী এ উদ্যোগের কারণে বাজারের চেয়ে অর্ধেক দামে পণ্য পেয়ে খুশি ভোক্তারাও।
উদ্যোক্তারা জানান, তাদের সংগঠন কনজিউমারস ভয়েস বাংলাদেশের উদ্যোগে ফরিদপুর শহরের ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন স্প্রিং হিল হাসপাতালের পাশে তারা স্টল দিয়েছেন। প্রথম পর্যায়ে সপ্তাহে শনিবার ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সব ধরনের কাঁচা বাজার বিক্রি করবেন।
সপ্তাহে প্রতিদিনই এ বাজার চালু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা।
বাজারের তুলনায় অর্ধেক দামে সবজি বিক্রির বিষয়ে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান ও শরিফ খান জানান, তাদের স্বেচ্ছাসেবীরা শহরের আশপাশের গ্রামের কৃষকদের কাছ থেকে সরাসরি সবজি সংগ্রহ করেন। ভোক্তারা সরাসরি তাদের কাছ থেকে কিনতে পারছেন। পুরো এ প্রক্রিয়ার মধ্যে কোথাও মধ্যস্বত্বভোগী নেই।
উদাহরণ হিসেবে তারা বলেন, একটি লাউ তারা কৃষকের কাছ থেকে ৩০ টাকায় কিনে সেটি ৪০ টাকায় ভোক্তার কাছে বিক্রি করছেন। এই অতিরিক্ত টাকায় তাদের পরিবহন খরচ মিটে যাচ্ছে। আর যারা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন, তাদের নাস্তার টাকাও দেওয়া যাচ্ছে।
জনতার বাজারে শারমিন আক্তার নামে এক ক্রেতা বলেন, এক হাজার টাকা দিয়ে পাঁচ-ছয়টা আইটেম কিনতে পারি। আর এ টাকায় জনতার বাজার থেকে ১০টি আইটেম কিনতে পারছি। আমরা যারা হোস্টেল বা মেসে থাকি তাদের জন্য এটা বিরাট সাশ্রয়।
ফরিদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সুলতান মাহমুদ হীরক বলেন, জনতার বাজার যদি ৮০ টাকার বেগুন ৫০ টাকায় বিক্রি করতে পারে, তাহলে বুঝতে হবে বাজারে এখনো মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভাঙা যায়নি। এদের দৌরাত্ম্য কমাতে প্রশাসনিক হস্তক্ষেপ জরুরি।
ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বাবর তরুণদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ যত বেশি নেওয়া হবে, মধ্যস্বত্তভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের ওপর চাপ ততো বাড়বে। আর চাপ না দিলে এ সিন্ডিকেট কখনোই ভাঙা যাবে না।