স্পিকারের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল
জাতীয় সংসদের স্পিকারের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদ উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি সাফ চ্যাম্পিয়নশিপে জয়ের জন্য জাতীয় নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে।
গত দুই মাস ধরে এ ফুটবল দলের খেলোয়াড়দের মাসিক বেতন না পাওয়া সংক্রান্ত গণমাধ্যমের খবরের বিষয়ে তিনি বলেন, 'এটা [সাবেক বাফুফে সভাপতি কাজী] সালাহউদ্দিনের কারণে হয়েছে। আমরা আশা করছি এটার দ্রুত সমাধান হবে।'
তিনি আরও বলেন, 'ছেলে ও মেয়েদের বেতনের সমতা নিয়েও বিসিবি ও বাফুফের সঙ্গে আলোচনা চলছে।'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে শফিকুল বলেন, সাত কলেজের প্রতিনিধিরা ক্রীড়া উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন।
তিনি বলেন, 'সভায় সিদ্ধান্ত হয়েছে, সাত কলেজের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই জায়গা ঠিক করা হবে, যেখানে তাদের প্রশাসনিক কাজগুলো করা যায়। [সেখানে] তাদের আলাদা রেজিস্ট্রার ও নির্দিষ্ট কর্মকর্তারা থাকবেন। এ পুরো বিষয়টি করা হবে ইউজিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে হবে।'
বিসিএস পরীক্ষায় সর্বোচ্চ চারবার অংশগ্রহণের সিদ্ধান্ত সম্পর্কে তিনি জানান, বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা ও বিতর্কের পর চূড়ান্ত করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ চারবার অংশগ্রহণ করতে পারবেন বলে বৃহস্পতিবার নতুন সিদ্ধান্ত জানিয়েছে সরকার।
এর আগে গত ২৪ অক্টোবর এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ একজন প্রার্থী তিনবারের বেশি বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন না বলে জানিয়েছিল।