ফরিদপুরে মাছ ধরায় গ্রাম্য 'পলো' উৎসবে হাজারো মানুষের ঢল
ফরিদপুরে মাছ ধরায় গ্রাম্য পলো উৎসবে হাজারো মানুষের ঢল নেমেছে। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী উৎসব আগে সচরাচর দেখা গেলেও বর্তমানে খুব একটা দেখা যায় না।
আজ (শুক্রবার) ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চরবিষ্ণুপুর এলাকার কাইজার বিলে উৎসবটি অনুষ্ঠিত হয়। সকালে পলো উৎসবের আয়োজনটি করে স্থানীয় যুব সমাজ।
প্রায় তিন ঘন্টাব্যাপী চলে এই উৎসব। হাটু পানি থেকে কোমর পানিতে শত শত মানুষ মাছ ধরতে নামে।
পলো দিয়ে মাছ ধরার এই উৎসব দেখতে বিলের পাশের চারপাশের রাস্তায় অবস্থান নেয় বিভিন্ন বয়সের নারী-পুরুষ। উৎসবে এসে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকেরা।
প্রকৃতিক পরিবেশে বেড়ে উঠা দেশী প্রজাতিসহ বিভিন্ন প্রকারের মাছ আছে কাইজার বিলটিতে। তাই মাছ ধরতে চাওয়া আগ্রহীরা জড়ো হন এখানে।
আয়োজকরা জানান, গত দুই দিন যাবৎ পলো উৎসবের মাইকিং করা হয়েছে। এই বিলে চায়না দোয়ারী, কারেন্ট জাল, ভেসাল দিয়ে মাছ মারা হতো। প্রশাসন এটা বন্ধ করায় স্থানীয়রা এই উৎসবের আয়োজন করেছে। হারানো ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন।